ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামায়াতের লোকেরাও এখন আ.লীগ করছে : আলাল

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০১:২৩ পিএম, ০৩ আগস্ট ২০১৭

জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরাও এখন আওয়ামী লীগ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া আওয়ামী লীগ আজ দেশ পরিচালনা করছে না। শেখ হাসিনার আওয়ামী লীগও দেশ পরিচালনা করছে না। তারা দেশ পরিচালনার জন্য পুলিশ ও র্যাবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ৫ জানুয়ারির মতো আওয়ামী লীগকে ফাকা মাঠে আর গোল করতে দেয়া হবে না। খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রেখে বাংলাদেশের জনগণ নির্বাচন হতে দেবে না।

পৌর বিএনপির সভাপতি আবুল হাসিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক সাবেক সংসদ সদস্য শাম্মি আক্তার শিপা, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জি কে গউছ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/জেআইএম