ঠাকুরগাঁওয়ে এসএসসির ফলাফলে শীর্ষ দশ স্কুল
এসএসসির ফলাফলে ঠাকুরগাঁও জেলায় এবারও শীর্ষস্থানে রয়েছে জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলে ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে।
জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন। এছাড়াও দিনাজপুর বোর্ডে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১১তম স্থানে রয়েছে। ১৩৯ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ২২৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২৪ জন।
দিনাজপুর বোর্ডে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১৫ তম স্থানে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭২ জন।
চতুর্থ স্থানে রয়েছে রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এখানে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬২ জন। ৫ম স্থানে রয়েছে নেকমরদ আলিমুল্লাহ সরকারি বালক উচ্চ বিদ্যালয় এখানে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৭ জন।
৬ষ্ঠ স্থানে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়। এখানে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। ২৮১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৫২ জন। ৭ম স্থানে রয়েছে পুলিশ লাইনস উচ্চ বিদ্যায়ল এখানে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪২ জন।
৮ম স্থানে রয়েছে কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৮ জন। ৯ম স্থানে রয়েছে ঠাকুরগাঁও সুগার মিলস্ উচ্চ বিদ্যালয়। এখানে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৯ জন।
জেলায় ১০ম স্থানে রয়েছে বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয় এখানে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩৯ জন। এছাড়াও ঠাকুরগাঁও আর.কে স্টেট উচ্চ বিদ্যালয়ে ৫ জন জিপিএ-৫ ও শতকরা ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
রবিউল এহসান রিপন/এমজেড/এমএস