ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নলছিটি উপজেলা বিএনপির সভাপতির পদত্যাগ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৯:১২ এএম, ০১ জুন ২০১৫

বার্ধক্যজনিত কারণে রাজনীতি থেকে নিজেকে সড়িয়ে নিলেন ঝালকাঠি জেলা ও নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন তালুকদার। সোমবার দুপুরে তিনি দু’টি পদ থেকেই অব্যাহতি চেয়ে ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত আবেদন করেছেন।

মো. নিজাম উদ্দিন তালুকদার বলেন, দীর্ঘ দিন ধরে আমি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে বয়স বেড়ে যাওয়ার কারণে আমি এই রাজনৈতিক দলের কর্মকাণ্ডে আগের মত আর নিজেকে সম্পৃক্ত করতে পারছি না। এ সকল দিক বিবেচনা করে আমি একটি রাজনৈতিক দলের শীর্ষ দুটি পদ আর আগলে রাখতে চাচ্ছি না। তাই আমি বিএনপির সকল পদ-পদবী থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি ব্যারিস্টার এম শাজাহান ওমর ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এসএস/আরআই