করতোয়ার বাঁধ ভেঙে ৮ গ্রাম প্লাবিত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে হোসেনপুর ইউনিয়নের কিশামত চ্যারেঙ্গা গ্রামে এ বাঁধ ভেঙে যায়।
গতকাল সোমবার রাত থেকে বাঁধ রক্ষায় কাজ করছিল স্থানীয় মানুষ ও গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড। পরে মঙ্গলবার সকালে বাঁধটি ভেঙে যায়। বাঁধ ভেঙে ফুরকুনিয়া মাদরাসা ভেসে যায়।
পাশাপাশি বাঁধ ভেঙে হোসেনপুর ইউনিয়নের গ্রামগুলোতে পানি প্রবেশ করছে। ইতোমধ্যে হোসেনপুর ইউনিয়নের কিশামত চ্যারেঙ্গা, শালমারা, ঝাপো, দৌলতপুর, কড়িআটা, জগন্নাথপুর ও চাকলাসহ আশেপাশের কয়েযকটি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে আমন ধান, কলা গাছ, কচু, পটল, হলুদ, মরিচ, পানের বরজ, আদাসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তোফাজ্জল হোসেন, হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু, পলাশবাড়ী থানাা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল আলম প্রমুখ।
রওশন আলম পাপুল/এএম/এমএস