ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০৪ জুন ২০১৫

শ্রীনগরে রানী বেগম ( ৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কোলাপাড়া এলাকার নাওপাড়া থেকে পুলিশ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর পরই স্বামী রানা (৩৫) পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তারা রানার চাচার বাসার আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। রানার পরিবারের দাবি, রানী বেগম আত্নহত্যা করেছে।

শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, এ ঘটনায় শ্রীনগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে বলা যাচ্ছে না ঘটনাটি হত্যা নাকি আত্নহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএস/পিআর