মাগুরায় দু`দল গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত
মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ-বিএনপি সমর্থিত দু`দল গ্রামবাসীর সংঘর্ষে শনিবার সকালে বিএনপি দলীয় কুদ্দুস মোল্লা মারা গেছেন। এ মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে।
নিহত কুদ্দুস মোল্লার ভাই আব্বাস মোল্লা সাংবাদিকদের জানান, সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শ্রীরামপুর গ্রামের আরজু মোল্লার সমর্থকদের সঙ্গে একই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চান্দ আলীর সমর্থকদের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের সূত্র ধরে শুক্রবার দু`পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি কর্মী কুদ্দুস মোল্লাসহ ২ জন আহত হন ও ৫টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
আহত বিএনপি কর্মী কুদ্দুস মোল্লাকে শুক্রবার মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, ,মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।
মো. আরাফাত হোসেন/এমজেড/এমএস