সরকার দলীয়দের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
যুবলীগ নেতা দিদারুল কবির রতনসহ অন্যান্যদের অস্ত্রসহ আটকের গুঞ্জনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগ সমর্থকদের অবরোধে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে করে বিপাকে পড়েছে যাত্রীবাহী পরিবহনগুলো। শনিবার সন্ধ্যা ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৮টার দিকে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ আহ্বায়ক দিদারুল কবির রতনসহ বেশ কয়েকজনকে অস্ত্রসহ ফেনীর লালপোলে আটক করেছে র্যাব। এ খবর নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা ফেনী-মাইজদী সড়কের দাগনভূঞায় রাস্তার উপর অবরোধ সৃষ্টি করে। এ সময় বিক্ষুব্ধ দলীয় কর্মীরা বেশ কয়েকটি পরিবহন ভাঙচুর করে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, একই সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল ও মোহাম্মদ আলীসহ বিভিন্ন স্থানে সরকার দলীয় নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে রাস্তায় অবস্থান করে যানজট সৃষ্টি করেছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কের ফেনী অংশের পুরো রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ সালেহ আহাম্মদ পাঠান জানান, রাস্তায় কিছু লোক অবস্থান নেওয়ায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অবস্থা স্বাভাবিক হলে এ যানজট শেষ হতে অন্তত ৪ ঘন্টা সময় লাগতে পারে।
এ ব্যাপারে ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন অস্ত্রসহ বেশ কিছু যুবককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। পরে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
এ রিপোর্ট লেখা (রাত ৯টা ০৮ মিনিট) সড়কের বিভিন্ন স্থানে অতিরিক্তি র্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যাচ্ছে।
জহিরুল হক মিলু/এআরএ/আরআইপি