ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিম্ন আদালতেও জামিন পেলেন সাংবাদিক হেলাল

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ১১:০৫ এএম, ২৭ আগস্ট ২০১৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় নিম্ন আদালতেও জামিন পেলেন দৈনিক সকালের খবরের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল।

রোববার তিনি পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক পুলিশ প্রতিবেদন আদালতে জমা না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রস্তুম আলী ফরাজীর বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদ সাংবাদিক আজমল হক হেলাল তার ফেসবুক পেজে শেয়ার দেন। এ ঘটনায় ফরাজীর অনুসারী ও মঠবাড়ীয়ার ডা. রস্তম আলী ফরাজী ডিগ্রি কলেজের প্রভাষক ফারুক হোসেন ৬ জুলাই আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মঠবাড়ীয়া থানায় মামলা দায়ের করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী শ ম রেজাউল করিম বলেন, ১১ জুলাই আজমল হক হেলাল উচ্চ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত আজমল হক হেলালের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

২২ আগস্ট পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে আজমল হক হেলাল জামিনের আবেদন জানালে আদালতের বিচারক মো. কামরুল হাসান ২৭ আগস্ট রোববার শুনানির দিন ধার্য করেন। রোববার আদালতে হাজির হলে বিচারক শুনানি শেষে পুলিশ প্রতিবেদন আদালতে জমা না হওয়া আজমল হক হেলালের জামিন মঞ্জুর করেন।

হাসান মামুন/আরএআর/আরআইপি

আরও পড়ুন