ফেনীতে বিএনপি নেতা গ্রেফতার
ফেনী জেলা জাসাস`র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফুলগাজী উপজেলা জাসাস`র সভাপতি গোলাম রসুল মজুমদার গোলাপকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার হাসানপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় নিজ বাড়ির সামনে থেকে গোলাপকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতাসহ ফুলগাজী ও ফেনী মডেল থানায় মোট ২৫টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। ফুলগাজী থানা পুলিশের পরিদর্শক হারুন-উর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জহিরুল হক মিলু/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাংলাদেশে আর কোনো মব সহ্য করবো না: ছাত্রদল সভাপতি
- ২ একটা বাহিনী এনআইডি কার্ড-বিকাশ নম্বর নিচ্ছে: তারেক রহমান
- ৩ ৬ জনকে আপনাদের হাতে তুলে দিলাম, জয়যুক্ত করে হিসাব বুঝে নেবেন
- ৪ জেলগেট থেকে ফের গ্রেফতার বরিশালের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম
- ৫ কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, সংঘর্ষ-গাড়ি ভাঙচুর