ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৬:৪০ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৭

লক্ষ্মীপুরের রামগঞ্জে খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে পৌরসভার আনসার ভিডিপি ক্যাম্প সংলগ্ন খাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের বয়স অনুমানিক ৫৫ বছর।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন একটি মরদেহ খালের পানিতে ভাসতে দেখে তাদেরকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে সাদা টি-শার্ট ও মুখে দাড়ি রয়েছে।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।

কাজল কায়েস/আরএআর/পিআর