সন্তানকে বাঁচাতে গিয়ে বাবাসহ দুইজন নিহত
ফেনীতে শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে বাবাসহ দুইজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার ফেনী বিসিক শিল্প এলাকার তালতলায় বেলাল কলোনিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওইদিন কলোনির উঠোনে খেলাস্থলে ঝুলন্ত একটি বিদ্যুৎ এর তারে জড়িয়ে শিশু ইসমাইল। এসময় প্রতিবেশী যৌগমায়া শিশুটিকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎতায়িত হয়। পরে তাদের উদ্ধার করতে গেলে ওই শিশুর বাবা মো. এয়াকুব আলীও বিদ্যুৎস্পৃষ্ট হয়। অলৌকিকভাবে শিশুটি বেঁচে গেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় শিশুটির বাবা মো. এয়াকুব আলী (৩৫) ও প্রতিবেশি যৌগমায়া (৩০)।
নিহত এয়াকুব কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আব্দুর রশিদের ছেলে ও যৌগমায়া ফুলগাজী উপজেলার পুরাতর মুন্সির হাট গ্রামের সুকুমার দেবনাথ এর স্ত্রী।
পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জহিরুল হক মিলু/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাংলাদেশে আর কোনো মব সহ্য করবো না: ছাত্রদল সভাপতি
- ২ একটা বাহিনী এনআইডি কার্ড-বিকাশ নম্বর নিচ্ছে: তারেক রহমান
- ৩ ৬ জনকে আপনাদের হাতে তুলে দিলাম, জয়যুক্ত করে হিসাব বুঝে নেবেন
- ৪ জেলগেট থেকে ফের গ্রেফতার বরিশালের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম
- ৫ কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, সংঘর্ষ-গাড়ি ভাঙচুর