ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দীর্ঘ যানজট

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৭

রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়কে প্রায় ৯ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে দৌলতদিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর পর্যন্ত সড়কে এ যানজট ছড়িয়ে পড়েছে।

দীর্ঘ যানজটের কারণে দৌলতদিয়া প্রান্তে ১ হাজারের অধিক যানবাহন নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে। এর মধ্যে ছোট গাড়ি, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক রয়েছে। যার কারণে অসহনীয় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

এদিকে যানজট নিরসন ও সিরিয়াল ভেঙে কেউ বিশৃঙ্খলা না করতে পারে সে জন্য রাজবাড়ী পুলিশ সুপারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে চলেছেন।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) রুহুল আমিন জানান, কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নাব্য সঙ্কটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়ায় যানবাহনের বাড়তি চাপ পড়েছে। এ জন্য দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক মিলে প্রায় ৫ শতাধিক যানবাহন এবং অসংখ্য ছোট গাড়ি সিরিয়ালে রয়েছে। তাছাড়া নদীতে স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি পারাপারে আগের তুলনায় সময় বেশি লাগছে। তবে যানজট নিরসনে এ রুটে ছোট-বড় ২১টি ফেরি চলাচল করছে এবং চারটি ফেরি ঘাটই সচল রয়েছে।

রুবেলুর রহমান/আরএআর/আইআই