ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ‘বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস’ উপলক্ষে র‍্যালি

প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১১ জুন ২০১৫

‘শিশু শ্রমকে না বলুন মান সম্মত শিক্ষাকে হ্যাঁ বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্দেশ আলী খান, পৌর সভার প্যালেন মেয়র বাবলুর রহমান, কাউন্সিলর দ্রৌপদি দেবী আগারওয়ালা, ইএসডিও প্রতিনিধি শামীম হোসেন, সুজন খান প্রমুখ।

সভা শেষে শিশুদের নিয়ে দিন ব্যাপি খেলাধুলা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিউল এহসান রিপন/এসকেডি/আরআইপি

বিজ্ঞাপন