ছাত্রদল নেতা হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি বিএনপির
খাগড়াছড়ির গুইমারা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. রবিউল আউয়ালকে নির্মমভাবে হত্যাকারীদের গ্রেফতারে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। একই সঙ্গে বৃহস্পতিবার কালোব্যাজ ধারণ ও শুক্রবার জেলাব্যাপী কালো পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বুধবার জেলা সদরের কলাবাগানস্থ দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংষদ সদস্য ওয়াদুদ ভুইয়া।
পার্বত্য চট্টগ্রামে অব্যাহত খুন, গুম ও অপহরণের জন্য বর্তমান ক্ষমতাসীন দলের অগণতান্ত্রিক কার্যক্রমকে দায়ী করে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, ঘাতকদের হাতে নিহত মো. রবিউল আউয়াল আমাদের দলের সক্রিয় ও একনিষ্ঠ কর্মী ছিল। জীবিকার তাগিদে সে ভাড়ায় মোটর সাইকেল চালাতেন।
গত ৬ বছরে খাগড়াছড়িতে ৯ জন মোটরসাইকেল চালক খুন ও ৮ জন গুম হয়েছে দাবি করে ওয়াদুদ ভূঁইয়া বলেন, এ সময়ে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে আরও অন্তত ৫০ জন মোটর সাইকেল চালাক। তিনি মোটরসাইকেল চালাকদের জীবনের নিরাপত্তা দাবি করেন।
পানছড়িতে ত্রিপুরা বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধারের প্রসঙ্গ টেনে ওয়াদুদ ভুইয়া বলেন, পাহাড়ি-বাঙালি খুন করার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির চেষ্টা করছে একটি চক্র। এই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি ত্রিপুরা নারীর হত্যাকারীদের খুঁজে বের করার দাবি জানান।
প্রসঙ্গত, সোমবার রাত থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের লিচুতলা এলাকার একটি ধান্য জমি থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক ও গুইমারা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. রবিউল আওয়াল (২২) এর মরদেহ উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ। সে গুইমারার মধ্যম হাজিপাড়ার মো. আবদুল মান্নানের ছেলে।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমএস