ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে কিশোর-কিশোরীদের বার্ষিক সম্মেলন

প্রকাশিত: ১২:৩০ পিএম, ১২ জুন ২০১৫

ক্লাব সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তন কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁও মহিলা পরিষদের আয়োজনে কিশোর-কিশোরীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপি ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে (বিডি হল) এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঠাকুরগাঁও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নুরুল ইসলাম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহি, মহিলা ভাইস চেয়ারম্যান ফুরাতুন নাহার প্যারিস, শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী প্রমুখ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝ পুরস্কার বিতরণ করা হয়।



রবিউল এহসান রিপন/ এমএএস

বিজ্ঞাপন