মনপুরায় ট্রলারডুবি : আরো এক কিশোরের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
ভোলার মনপুরায় ট্রলারডুবির ঘটনায় আরো এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার বিকালে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, মেঘনার মাঝ নদীতে একটি মরদেহ ভাসতে দেখে যায়। এরপর কোস্টগার্ড সদস্যদের বিষয়টি জানানো হয়। পরে কোস্টগার্ডের একটি টিম নদীর চরসামছুদ্দিন এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসে।
এদিকে, এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছে তা সঠিকভাবে জানাতে পারছে না উপজেলা প্রশাসন। এ বিষয়ে তদন্ত টিমের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন জানান, ৯ জনের নিখোঁজের তালিকা পাওয়া গেছে। অন্যদিকে, উদ্ধার হওয়া লাশের সংখ্যা সরকারিভাবে ৮ ও কিন্তু স্থানীয়রা বলছে ৯ জন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে মেঘনায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে ৫ শিশু ও ৪ নারীসহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। আর এ ঘটনায় নিখোঁজ ছিল নারী ও শিশুসহ অন্তত ২০ জন।
অমিতাভ অপু/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার ইন্তেকাল
- ২ ছয় বছরেই ব্যবহার অনুপযোগী দুই গুচ্ছগ্রামের শত পরিবারের বাসস্থান
- ৩ শিশির মনিরের নির্বাচনি সভায় বক্তব্য দিলেন সাবেক আ’লীগ নেতা
- ৪ স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তানদের নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী
- ৫ আপিলেও ফেরেনি বিএনপির আইয়ুবের প্রার্থিতা, বৈধ হয়েছে ছেলের মনোনয়ন