ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে প্রাণ ফ্রুটিকস ইলিশ উৎসবের উদ্বোধন

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০২:১৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৭

‘জেগে উঠো মাটির টানে’ স্লোগান ধারণ করে চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গের আয়োজনে নবম বারের মতো প্রাণ ফ্রুটিকস ইলিশ উৎসব ২০১৭-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সপ্তাহব্যাপী ইলিশ উৎসবের উদ্বোধন উপলক্ষে রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত ইলিশ উৎসবের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।

সপ্তাহব্যাপী ইলিশ উৎসবে ইলিশ রেসিপি, ইলিশ বিষয়ক গোলটেবিল বৈঠক, ইলিশ বিষয়ক কবিতা ও ছড়া প্রতিযোগিতা, ঘুড়ি প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শন, সংবর্ধনা, বিতর্ক প্রতিযোগিতা, ইলিশ ফ্যাশন শো ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে চতুরঙ্গের মহাসচিব হারুনুর রশিদ জাগো নিউজকে বলেন, জাটকা নিধন প্রতিরোধ ও মা-ইলিশ রক্ষায় জনগণকে সচেতন করতে ২০০৯ সাল থেকে চাঁদপুরে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।

ইকরাম চৌধুরী/এএম/আরআইপি