গাইবান্ধায় এক লাখ তাল গাছের চারা রোপণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন অনুযায়ী বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে গাইবান্ধার সাত উপজেলায় এক লাখ তাল গাছের চারা ও বীজ রোপণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা শহরের পৌরসভার পূর্ব কোমরনই কুঠিপাড়া এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
গাইবান্ধার তিন পৌরসভার মধ্যে গাইবান্ধা পৌরসভা এলাকায় নয় হাজার, গোবিন্দগঞ্জ পৌরসভায় তিন হাজার ও সুন্দরগঞ্জ পৌরসভায় দুই হাজার এবং প্রতিটি ইউনিয়নে এক হাজার ১০০টি করে তালগাছের চারা বা বীজ রোপণ করা হয়েছে।
কর্মসূচি সম্পর্কে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল বলেন, সারা জেলায় এক লাখেরও বেশি তাল গাছের চারা ও বীজ রোপণ করা হয়েছে। পরবর্তীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। তালগাছ বজ্রপাত প্রতিরোধে সহায়তা করে ও সুস্বাদু খাদ্য তৈরি হয়। এছাড়া তালগাছের কাঠ বেশ মূল্যবান ও মাটির ক্ষয়রোধে সহায়তা করে। ঝড় কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদেরকে রক্ষা করে থাকে এই তালগাছ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম সাদিকুর রহমান, গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুল আলম, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আ.ক মো. রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিয়া ফেরদৌস জাহান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান প্রমুখ।
রওশন আলম পাপুল/এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পাঁচ বছর ভিক্ষা করে জমানো ৮০ হাজার টাকা চুরি, পাগলপ্রায় বৃদ্ধা
- ২ সাগরে বিলীন ব্যারাক-রেস্ট হাউজ, হুমকির মুখে পর্যটনকেন্দ্র কটকা
- ৩ পাবনায় পোস্টাল ব্যালটে ভোট দেবেন কারাবন্দিসহ ১৮ হাজার ৪৯৮ ভোটার
- ৪ নেত্রকোনায় ভাগ্য বদলে ৬ রাস্তা নির্মাণ শুরু করলেন গ্রামবাসী
- ৫ ময়মনসিংহে সবজির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা