ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দোকানের ভেতর মালবাহী ট্রাক, নিহত ২

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭

রাঙামাটি শহরে মালবাহী ট্রাক দোকানে ঢুকে পড়ে তার নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও সাতজন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে শহরের পাসপোর্ট অফিস সংলগ্ন শিমুলতলী নামক এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার নূর হোসেন (৬০) এবং হাশেম মিস্ত্রি (৪৫)।

আহতরা হলেন- সুমন (৪৫), মহিদুল (২৯), শামীম (২৬), শরীফ (১৬), সোমেলা বেগম (২০), নুর মোহাম্মদ (৩০) ও সিরাজুল (২১)। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা। রাত ৯টার সময়ও উদ্ধার তৎপরতা চলছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে যাওয়া রাঙ্গামাটিগামী মালবাহী ট্রাকটি রাঙ্গামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লাগোয়া একটি চায়ের দোকানে ঢুকে যায়। এ সময় দোকানে থাকা লোকজন চাপায় পড়ে।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে উদ্ধার তৎপরতা চালান পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীসহ স্থানীয়রা। এ সময় দোকানের মালিক নূর হোসেনসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মংক্যচিং মারমা সাগর দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সুশীল চাকমা/এএম/আইআই