মুজাহিদের ফাঁসির রায়ে জামালপুরে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল
মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের রায় আপিল বিভাগে বহাল থাকায় জামালপুরে আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণজাগরণ মঞ্চের একটি আনন্দ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে সামাবেশ করে। জামালপুর গণজাগরণ মঞ্চের আহ্বায়ক সৈয়দ তানভীর আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক পার্থ প্রতীম দে, হাবিবুর রহমান সেলিম, হাবিবুর রহমন, মারুফ আহম্মেদ মানিক, মাফিদুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।
এসময় বক্তারা মুজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরসহ সকল যুদ্ধাপরাধীর বিচার কার্যক্রম দ্রুত শেষ করার আহ্বান জানান। পরে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।
শুভ্র মেহেদী/এমজেড/এমএস