ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

হবিগঞ্জে রামকৃষ্ণ মিশনে প্রতি বছরের ন্যায় এবারও কুমারী মায়ের পূজা করা হয়েছে। বিশেষ করে দেবী দুর্গার অঙ্গরূপে এ কুমারী পূজা করা হয়।

সর্বকামনা সিদ্ধির জন্য ব্রাহ্মণ কন্যাকে কুমারী হিসেবে পূজা করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় অষ্টমি তিথিতে অপরাজিতা নামে পূজিত হন ৯ বছর বয়সী ব্রাহ্মণকন্যা সুস্মীতা চক্রবর্তী।

এবারের কুমারী সিলেট সদরের বাগবাড়ি এলাকার কৃষ্ণ চক্রবর্তী ও শম্পা চক্রবর্তীর মেয়ে। সে সিলেটের জিন্দাবাজার সরকারি অগ্রগামী বালিকা হাইস্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী।

কুমারী পূজা দেখতে দর্শনার্থীদের ভিড়ে হিমশিম খেতে দেখা গেছে আয়োজকদের। যোগিনীতন্ত্র, দেবীপুরাণ, স্তোত্র, কবচ, সহস্ত্রনা প্রভৃতি ধর্মীয় গ্রন্থের বিধান অনুসারে পুরোহিতগণ কুমারী মায়ের পূজা করেন।

পূজার পূর্বে কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। হাতে দেয়া হয় ফুল, কপালে সিঁদুরের তিলক এবং পায়ে আলতা। পূজার শুরুতেই তাকে সুসজ্জিত আসনে বসিয়ে ষোড়শোপচারে পূজা করা হয়।

এ সময় চারদিক মুখরিত হয় শঙ্খ, উলুধ্বনি আর মায়ের স্তব-স্তুতিতে। কুমারী পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা কঠোর পরিশ্রম করেন। ওই এলাকাকে যানজট মুক্ত রাখতেও নেয়া হয় বিশেষ ব্যবস্থা।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আইআই