বকশীগঞ্জে যুবককে ছিনতাইয়ের চেষ্টা : পুলিশসহ আহত ৮
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুলিশের কাছ থেকে এক যুবককে জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে ৫ পুলিশসহ ৮ জন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে আলাল নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে বকশীগঞ্জের পাখিমারা দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বকশীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, বকশীগঞ্জের দাশপাড়া গ্রামের লিচু মিয়ার বাড়িতে রেজোয়ান নামে এক যুবককে আটকে রাখার খবর পেয়ে পুলিশ বুধবার সকালে তাকে উদ্ধার করতে যায়। পুলিশ রেজোয়ানকে থানায় নিয়ে আসার সময় স্থানীয় লোকজন এতে বাধা দেয়। এসময় তারা ওই যুবককে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের উপর হামলা চালায়। ওই হামলায় বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোশাররফ, সহকারী উপ-পরিদর্শক তাইজ উদ্দিন, পুলিশ সদস্য আবুল হোসেন, সোরহাব, রফিক আহত হয়। এ ঘটনায় পুলিশ আত্মরক্ষার্থে হামলাকারীদের উপর লাঠিচার্জ করলে আরো ৩ গ্রামবাসী আহত হয়। এছাড়া পুলিশের ব্যবহৃত ১টি মোটরসাইকেলও ভাঙচুর করে হামলাকারীরা।
এসময় ঘটনাস্থল থেকে আলাল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। বকশীগঞ্জ থানা পুলিশের উপর হামলার ঘটনায় একটি জিডি করা হয়েছে।
শুভ্র মেহেদী/এসএস/আরআই