ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০২:২১ পিএম, ০৪ অক্টোবর ২০১৭

নওগাঁয় হত্যা মামলায় দুই ভাইসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বুধবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শরিফুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের জৈন্তপুর গ্রামের বাবর আলম খাঁ, তার ভাই আব্দুল লতিফ খাঁ, একই গ্রামের আব্দুল মান্নান মন্ডল ও ফয়জুল ইসলাম। মামলায় অভিযুক্ত রমজান আলী নামে অপর এক ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০০১ সালের ৪ মার্চ রাত ৯টার দিকে আসামি ফয়জুল ও লতিফ চেরাগপুর গ্রামের নবির উদ্দিনকে ডেকে নিয়ে যান। পরদিন সকালে চেরাগপুর গ্রামের একটি মাঠে নবির উদ্দিনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ৫ মার্চ মহাদবেপুর থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই লুৎফর রহমান। তদন্ত শেষে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই মামলার রায় ঘোষণা করেন। রায়ের সময় আব্দুল লতিফ খাঁ ছাড়া অন্য আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। লতিফ খাঁ পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী সঞ্জীব সরকার এবং আসামিপক্ষে আইনজীবী জাহিদুল ইসলাম, মিজানুর রহমান ও অমরেন্দ্রনাথ ঘোষ মামলাটি পরিচালনা করেন।

আব্বাস আলী/আরএআর/এমএস