ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০১:৫২ পিএম, ০৯ অক্টোবর ২০১৭

হবিগঞ্জ জেলা কারাগারে মাহফুজ মিয়া (৫৫) নামে এক হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে। সোমবার সকালে তার মৃত্যু হয়।

মাহফুজ মিয়া মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন আছে।

হবিগঞ্জ জেলা কারাগারের সুপার মো. গিয়াস উদ্দিন জানান, সোমবার সকালে হঠাৎ মাহফুজের বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। তিনি মাধবপুর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি ছিলেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/আইআই