রমজান উপলক্ষে মেলান্দহে ত্রাণ বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরের মেলান্দহে চরাঞ্চলের হতদরিদ্র ৪শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বেসরকারি সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে চরাঞ্চলের হতদরিদ্র ৪শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। এছাড়াও ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবাইদুল্লাহ, মো. জাফর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল, আড়াই কেজি চিনি, আড়াই লিটার তেল এবং আড়াই কেজি করে ছোলা বিতরণ করা হয়।
শুভ্র মেহেদী/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসভবনে বিস্ফোরণের অভিযোগ
- ২ প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাটের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার
- ৩ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌসের অকাল মৃত্যু, প্রশাসনে শোকের ছায়া
- ৪ পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ১৭৯ জনের নামে মামলা
- ৫ রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৫