ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্র নিহতের ক্ষোভে ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০১:১২ পিএম, ১০ অক্টোবর ২০১৭

হবিগঞ্জে ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় পুলিশ ট্রাকটির চালককে আটক করেছে। নিহত স্কুলছাত্র জিসান (১৫) শহরের নাতিরাবাদ এলাকার আব্দুস শহীদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার দিকে শহরের রাজনগর এলাকায় একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী জিসান গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

এ সময় বিক্ষুব্ধরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক সদর থানার পুলিশ ঘনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং ট্রাকচালক সদর উপজেলার দক্ষিণ তেহরিয়া গ্রামের জামাল উদ্দিনকে আটক করে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ট্রাকচালককে আটক করা হয়েছে। নিহত কিশোরের মরদেহ সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমএস