ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৮:৩০ এএম, ১১ অক্টোবর ২০১৭

নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এতে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা।

বুধবার সকাল থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে বিএনপির দলীয় কার্যালয় শহরের কেডির মোড়ে আসেন কর্মীরা।

বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয় হতে বিএনপির মূল ব্যানার নিয়ে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র নাজমুল হক সনির নেতৃত্বে মিছিলটি বের করার চেষ্টা করেন নেতাকর্মী। মিছিলটি সামনের দিকে এগিয়ে যেতেই পুলিশ মিছিলে বাধা দিয়ে তা পণ্ড হয়ে যায়।

পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কর্মীরা। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুকু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কেসি বদরুল আলম নয়ন, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম অরুফে ভিপি রানা, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান বেলাল, প্রচার সম্পাদক আব্দুল মতিন তালুকদার, মহিলা দলের সদস্য সচিব শবনম মোস্তারি কলি, পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিউর আজম টুটুল ও শামিম নুর আলম শিপলু, পৌর স্বেচ্ছসেবক দলের আহ্বায়ক আশিক ইকবাল ওথেলো ও দলের বিভিন্ন পর্যায়ের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন বলেন, আমাদের কাছে তথ্য ছিল যে মিছিল হলে নাশকতা হতে পারে। যার কারণে বিএনপির নেতাকর্মীদের বুঝিয়ে মিছিলটি বন্ধ করা হয়। তবে কার্যালয়ের সামনে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করেন।#

আব্বাস আলী/এএম/আইআই