বদলগাছীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি
নওগাঁর বদলগাছীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জেলা প্রশাসক ও বদলগাছী সহকারী কমিশনার (ভূমি) একটি জমি খাস দেখিয়ে সাব-রেজিস্ট্রারকে রেজিস্ট্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে বদলগাছী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলার কাদিবাড়ী গ্রামের মৃত-মফিজ উদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলম সেলিম এ অভিযোগ করেছেন।
লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম সেলিম জানান, উপজেলার জিধিরপুর মৌজার সাবেক এসএ খতিয়ান নং-২০৭, সাবেক দাগ নং-৪৪ এর কাতে গত ০৯/১২/১৯৭৫ ইং সালে মৃত মশিতুল্যাহ কাজীর ওয়ারেশ গণের কাছ থেকে ১ একর ২০ শতাংশ জমি ২৭২৫৫ নং দলিল কবলা মূলে মফিজ উদ্দীন আহম্মেদ মালিকানা ও স্বত্ববান হয়ে উক্ত সম্পতিতে আমবাগান ও ফসলাদি চাষাবাদ করে আসছেন। তার মধ্যে পাকা রাস্তা সংলগ্ন ৭০ শতাংশ সম্পত্তি সরকার অধিগ্রহণ করে টিএনটি অফিস স্থাপন করা হয়। বাকি ৫০ শতাংশ সম্পত্তি মফিজ উদ্দীন আহম্মেদের দখলে থাকে। এর মধ্যে সম্পদের ৩ শতাংশ ঈদগাহ মাঠের জন্য দান এবং ৪৭ শতাংশে আম বাগানের পাশাপাশি বিভিন্ন ফসলাদি উৎপাদন করছেন।
এর মধ্যে উক্ত সম্পত্তি ‘খ’ তফসিল গেজেটভুক্ত হলে মফিজ উদ্দিন আহম্মেদ উক্ত সম্পত্তি অবমুক্তির জন্য নওগাঁ সহকারী জজ আদালতে ৩৬৪/২০১৩ মামলা করেন। ইতোমধ্যে সরকার ‘খ’ তফসিল বাতিল করিলে বিজ্ঞ আদালত উক্ত মামলটি গত ২৮/১০/২০১৩ ইং তারিখে অ্যাবেট করে দিয়ে যার যার নামীয় সম্পত্তি খাজনা খারিজ করে নেয়ার আদেশ দেন। তখন মফিজ উদ্দীনের পক্ষে তার বড় ছেলে এসএম ইকবাল হোসেন সম্পত্তি খারিজ খতিয়ানের জন্য গত ১৩/০৭/২০১৫ ইং তারিখে বদলগাছী সহকারী কমিশনার (ভূমি) এর নিকট আবেদন করেন।
আবেদনের পর বিষয়টি নিয়ে কয়েকবার শুনানি অন্তে প্রতিবেদন দাখিলের জন্য সদর তহশিলদারকে নির্দেশ দিয়েছেন। এমন অবস্থায় উক্ত সম্পত্তিতে বিবাদী জেলা প্রশাসক নওগাঁ ও তার অধীনস্ত কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে সম্পত্তিটি দখলের চেষ্টা করলে সম্পত্তির মালিক ও দখলদার মফিজ উদ্দীন আহম্মেদ উক্ত সম্মত্তির ওপর চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য বিজ্ঞ সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।
গত ১০/০৬/২০১৫ ইং তারিখে ওই সম্পত্তির ওপর স্থিতিবস্থার আদেশ জারি করে। উক্ত সম্পত্তির ওপর স্থিতিবস্থা অমান্য করে খাস খতিয়ানভুক্ত দেখিয়ে নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান গত ০৪/১২/২০১৬ ইং তারিখে ৫২৫৫ নং দলিল মূলে বদলগাছী সাব-রেজিস্ট্রারকে দীর্ঘ মেয়াদী লিজ রেজিস্ট্রেরি ডিড করে দেয়। যা বাতিল চেয়ে গত ০৪/০১/২০১৭ ইং তারিখে নওগাঁ সহকারী জজ আদালতে মফিজ উদ্দীন আহম্মেদ বাদী হয়ে জেলা প্রশাসক নওগাঁ ড. আমিনুর রহমান ও সাব-রেজিস্ট্রার বদলগাছীকে বিবাদী করে মামলা দায়ের করেন।
গত ১৯/১/২০১৭ ইং তারিখে বদলগাছী সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবদন করলে কোনো প্রকার শুনানি বা আদেশ না দিয়ে তালবাহনা করেন সহকারী কমিশনার সুজিত রায় দেবনাথ। উক্ত সম্পত্তিতে সাব-রেজিস্ট্রি অফিস স্থাপনের জন্য গণপূর্ত মন্ত্রণালয় থেকে বরাদ্দ এনে স্থায়ী ভবন নির্মাণের প্রচেষ্টা চালাচ্ছে। যা সম্পূর্ণ বে-আইনি ও জবর দখলের শামিল।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত সম্পত্তিতে কোনো প্রকার স্থাপনা যেন নির্মাণ না হয় এবং উক্ত সম্পত্তি থেকে জেলা প্রশাসকসহ সকল প্রকার প্রশাসনিক হস্তক্ষেপ থেকে অব্যহতি চেয়ে খারিজ খতিয়ান করে দেয়ার জন্য দাবি জানিয়েছেন জাহাঙ্গীর আলম সেলিম।
বদলগাছী সহকারী কমিশনার (ভূমি) সুজিত রায় দেবনাথ বলেন, যেহেতু বিষয়টি এখন বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আদালত যা রায় দেবেন তা মেনে নেয়া উচিত।
নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান বলেন, যে বিষয়ে সংবাদ সম্মেলন হয়েছে তা আমার জানা নেই। আর সেখানকার ঘটনাটি আমার মনেও পড়ছে না।
আব্বাস আলী/আরএআর/জেআইএম