খাগড়াছড়িতে স্বামী হত্যার দায়ে স্ত্রী গ্রেফতার
খাগড়াছড়ির ভাইবোন ছড়ার ম্রাচানাই কার্বারী পাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীকে হত্যার ২৪ ঘণ্টা না পেরুতেই ঘাতক স্ত্রী আনু মারমাকে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের ভাইবোনছড়ার শান্তিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মঈনাল হোসেন জানান, শুক্রবার রাতে ভাইবোন ছড়ার শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে স্ত্রী আনু মারমাকে আটক করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।
প্রসঙ্গত, র্দীঘদিন ধরে স্বামী স্ত্রীর পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে স্বামী চাইহ্লা মারমাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় আনু মার্মা। এ ঘটনায় নিহতের ছোট ভাই অংপ্রু মার্মা বাদী হয়ে ঘাতক আনু মারমাকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় হত্যা মামলা দায়ের করে।
এদিকে শুক্রবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর করে।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ