ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তিন ফুট উঁচু ফণা তুলে চ্যাম্পিয়ন

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৫:৫৫ এএম, ১৫ অক্টোবর ২০১৭

কুষ্টিয়ার খোকসায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা প্রতিযোগিতা। শনিবার উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খোর্দ্দসাধুয়া গ্রামে গফুর সাপুড়ের বাড়ির আঙিনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১০ সাপুড়ে অংশগ্রহণ করেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এসময় সাপুড়েরা পর্যায়ক্রমে প্রতিযোগিতার মঞ্চের ওপর বিভিন্ন প্রজাতির সাপ ছেড়ে খেলা দেখান।

অংশগ্রহণকারীদের মধ্যে শৈলকূপা উপজেলার বহলবাড়িয়া গ্রামের পাঁচু সাপুড়ের তিনটি সাপের একটি প্রায় তিন ফুট উঁচু ফণা তোলায় তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। রানার আপ হন একই উপজেলার কাতলাগাড়ী গ্রামের রজব আলী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল জলিল লালন শেখ প্রতিযোগিতায় অংশ নেওয়া সাপুড়েদের হাতে পুরস্কার তুলে দেন।

ঢোলকের তালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভাসান গানের সঙ্গে সাপুড়েদের সাপের প্রদর্শনী কয়েক হাজার নারী-পুরুষ মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন।

এফএ/এমএস

আরও পড়ুন