সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বড়দহ সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
মঙ্গলবার বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ এলাকার সহস্রাধিক নারী-পুরুষ হাতে ঝাড়ু ও লাঠি নিয়ে বড়দহ সেতুতে এই কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বড়দহ সেতু টোল মওকুফ ও গাইবান্ধা-গোবিন্দগঞ্জ মহাসড়ক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাখোয়াত হোসেন বিপ্লব ও সদস্য সচিব শাহজাহান আলী সরকার, গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি সেতুটিতে টোল আদায়ের সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপথ বিভাগ। গত সোমবার থেকে সরকার নির্ধারিত হারে বড়দহ সেতুতে টোল আদায় শুরু করে। টোল আদায় করা হলে এলাকার সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বক্তারা এই টোল আদায় বন্ধের দাবি জানান।

গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে গোবিন্দগঞ্জের বড়দহ এলাকায় কাটাখালি নদীর উপর বড়দহ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। এরপর দীর্ঘদিন সেতুটির কাজ বন্ধ থাকে। পরে সেতুটির কাজ সম্পন্ন হলে ২০১৫ সালে সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতুটি নির্মাণের ফলে গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ উপকৃত হচ্ছে।
জানতে চাইলে গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, নীতিমালা অনুযায়ী কোনো সেতু ২০০ মিটারের বেশি হলে সরকার টোল আদায় করবে। এক্ষেত্রে বড়দহ সেতুর দৈর্ঘ্য ২৫৩ মিটার। তাই সেতুতে টোল আদায়ের জন্য ইজারা দেয়া হয়েছে।
রওশন আলম পাপুল/এমএএস/এমএস