বিপদসীমার ১৭০ সেমি. উপরে খোয়াই নদীর পানি
হবিগঞ্জে হঠাৎ করেই বেড়েছে খোয়াই নদীর পানি। কয়েকদিনের টানা বর্ষণের ফলে এ পানি বৃদ্ধি পেয়েছে। রোববার দুপুর ১২টায় জেলা শহরে নদীর পানি বিপদসীমার ১৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ অবস্থায় শহররক্ষা বাঁধের অন্তত ৫টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান, নদীর উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরায়ও কয়েক দিন ধরে টানা বর্ষণ হচ্ছে। ফলে দু’দিন ধরে নদীতে পানি বাড়ছিল। রোববার সকাল থেকেই হঠাৎ করে নদীর পানি বিপদসীমার উপরে উঠতে শুরু হয়। দুপুর ১২টায় শহরের মাছুলিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৭০ সেন্টিমিটার উপরে চলে যায়। কিন্তু প্রায় ১ ঘণ্টা ধরে বাল্লা সীমান্তে নদীর বাংলাদেশ অংশে পানি স্থির রয়েছে।
তিনি বলেন, নদীর পানি শহর অংশে আরও কিছু বাড়তে পারে। বাল্লায় কমতে শুরু করলে বিকেলে শহর অংশের পানি কমতে পারে। এখনও পর্যন্ত ভাঙনের কোনো আশংকা নেই। বাঁধের ঝুঁকিপূর্ণ অংশগুলোও ইতোমধ্যে মেরামত করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস