ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাহুবলে সিএনজি চালকদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৩ অক্টোবর ২০১৭

হবিগঞ্জের বাহুবলে ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের সঙ্গে বিরোধের জের ধরে সিএনজি অটোরিকশা শ্রমিকরা ঢাকা-সিলেট-মৌলভীবাজার মহাসড়ক অবরোধ করেছে।

সোমবার দুপুরে তারা এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় রাস্তার উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের।

স্থানীয়রা জানায়, উপজেলার মিরপুরে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চালানোকে কেন্দ্র করে টমটম শ্রমিক ও সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিল।

সোমবার সকালে মিরপুর বাজারের তগলী নামকস্থানে টমটম চালকদের সঙ্গে সিএনজি চালকদের হাতাহাতির ঘটনা ঘটে। এ বিরোধকে কেন্দ্র করে সিএনজি অটোরিকশা শ্রমিকরা জড়ো হয়ে দুপুর ১২টায় পুরাতন মহাসড়ক অবরোধ করে দেয়।

খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে বেলা ১টার দিকে তারা অবরোধ তুলে শ্রমিকরা।

বাহুবল উপজেলা অটোটেম্পো অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল মিয়া বলেন, অবৈধ টমটমে মিরপুর বাজার ছেঁয়ে গেছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। আমরা ওই অবৈধ টমটম বাহুবলের সড়ক থেকে উচ্ছেদ করতে চাই।

টমটম শ্রমিক নেতা আনোয়ার হোসেন বলেন, বাহুবলের গ্রামের রাস্তায় টমটম সার্ভিস যতদিন চাইবে আমরা ততদিন টমটম রাস্তা থেকে উঠাব না।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমএস