ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদে হামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৭:০২ এএম, ৩০ অক্টোবর ২০১৭

চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাটির মসিজদে বোমা হামলার চার্জশিটভুক্ত আসামি বাবলুর রহমানকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাটির দুটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। এতে নৌবাহিনীর কর্মকর্তাসহ ২৪ জন মুসল্লি আহত হয়। এ ঘটনায় নৌবাহিনীর এক সদস্য বাদী হয়ে ইপিজেড থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে ৫ জনকে আসামি করে মামলা করেন।

দীর্ঘ তদন্ত শেষে এ মাসের ১৫ তারিখে তদন্তকারী কর্মকর্তা উসমান গণি আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার অন্য আসামি মান্নান, রমজান ও গাফফার কারাগারে রয়েছেন। পলাতক ছিলেন বাবলুর ও সাখাওয়াত। বাবুলর রহমান নব্য জেএমবি সরওয়ার-তামিম গ্রুপের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস

আরও পড়ুন