ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইউপি সদস্যের মারধরের শিকার কিশোরীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৩:০৭ এএম, ৩১ অক্টোবর ২০১৭

নেত্রকোনা সদরের মৌগাতি এলাকায় বাবার পাওনা টাকা চাইতে গিয়ে ইউপি সদেস্যের মারধরের শিকার হাফসানা আক্তার (১৫) নামে এক কিশোরীর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, সোমবার সকালে বাবার পাওনা টাকা চাইতে গিয়ে মৌগাতি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হামিদ ডেন্ডু কিশোরী হাফসানা আক্তার ও তার মাকে ধারধর করে। পরে লজ্জায় হাফসানা আক্তার বিষপান করে।

তাৎক্ষণিকভাবে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে সে মারা মারা যায়। হাফসানা একই ইউনিয়নের নাটেরকোনা গ্রামের কৃষক জয়নাল মিয়ার মেয়ে।

হাফসানার বাবা জয়নাল মিয়া জাগো নিউজকে জানান, অনেক দিন ধরেই মৌগাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়াডের্র মেম্বার আব্দুল হামিদ ডেন্ডুর কাছে এক লাখ টাকা পাই। দেবে দেবে করে টাকা দেয় না সে।

netrokona

গত রোববার তার টাকা দেয়ার কথা ছিল। সেই অনুযায়ী দুপুরে আমার মেয়ে হাফসানা ও স্ত্রী মঞ্জুরা খাতুন তার বাড়িতে গিয়েছিল টাকা আনতে। এসময় ইউপি সদস্য ডেন্ডু জানায় টাকা দিতে দেরি হবে বলে আমার স্ত্রী ও মেয়েকে চলে যেতে বলে। কিন্তু তারা সেখানে অবস্থান নেয়ার কারণে ডেন্ডু তাদের দুজনকেই মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। ঘটনাটি জানার পর আমি তার বাড়িতে গেলে সে আমাকেও মারধর করে বের করে দেয়।

তিনি জানান, ইউপি সদস্যের মারধরের পর আমার মেয়ে বাড়িতে এসে খুব কান্নাকাটি করে। পরে লজ্জায় সে আত্মহত্যা করেছে।

তবে এ ঘটনার পর পলাতক রয়েছেন মৌগাতি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হামিদ ডেন্ডু।

এ ঘটনায় নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমূর আমির ইলি জাগো নিউজকে জানান, প্রাথমিক তদন্তে ইউপি সদস্যের মারধরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি ওই কিশোরীর কারো সঙ্গে প্রেমের কোনো সর্ম্পক ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান নিহত কিশোরীর স্বজনরা।

কামাল হোসাইন/এমএএস/জেআইএম