ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২৩ বছরের অপেক্ষার অবসান

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৩:১৬ এএম, ০১ নভেম্বর ২০১৭

বিপুল উৎসাহ উদ্দিপনা ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দুই যুগ পর কুষ্টিয়া জেলা যুবলীগের সম্মেলন শেষ হয়েছে। মঙ্গলবার কুষ্টিয়া স্টেডিয়ামের সামনের মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত সম্মেলন উপলক্ষে পুরো স্টেডিয়াম এলাকা সাজানো হয় বর্ণিল সাজে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থী থাকায় কিছুটা বেকায়দায় পড়ে যায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দীর্ঘদিন পর বড় কোনো দলীয় অনুষ্ঠান হওয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভোটাভুটির মাধ্যমে সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। ভোটাভুটিতে জেলা যুবলীগের বর্তমান আহ্বায়ক রবিউল ইসলাম সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন বর্তমান যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম স্বপন। সম্মেলনে প্রায় দুই শতাধিক ডেলিগেট ভোট দিয়ে নেতা নির্বাচিত করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সম্মেলন উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ আসনের সাংসদ রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ আব্দুর রউফ, সাবেক সাংসদ সুলতানা তরুণ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সিনিয়র-সহসভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

আল-মামুন সাগর/এফএ/আইআই

আরও পড়ুন