ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফুলছড়িতে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেফতার

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ১০:০৫ এএম, ০৫ নভেম্বর ২০১৭

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও কুখ্যাত সন্ত্রাসী দল রেজাউল গ্রুপের দলনেতা রেজাউল করিমকে (৪৮) অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।

শনিবার রাতে তাকে উপজেলার ঘোলদহ গ্রামের ইনতাজ আলীর উঠোন থেকে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গ্রেফতার করা হয়। গ্রেফতার রেজাউল করিম ফুলছড়ি উপজেলার ঘোলদহ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

রোববার দুপুরে রংপুর র‌্যাব-১৩ কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, র‌্যাব-১৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঘোলদহ এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ও কুখ্যাত সন্ত্রাসী দল রেজাউল গ্রুপের দলনেতা রেজাউল করিমকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি শ্যুটারগান, একটি মোবাইল ও একটি ব্যাগসহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়। তার নামে খুন, ধর্ষণ, অপহরণ, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১২টির বেশি মামলা রয়েছে। রেজাউল করিম বিশেষকরে নদীপথে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

রওশন আলম পাপুল/এএম/জেআইএম