ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে তুলার গোডাউন পুড়ে ছাই

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৬ নভেম্বর ২০১৭

নেত্রকোনা শহরের আন্তঃজেলা বাসস্ট্যান্ড এলাকায় বিজিবি ক্যাম্প সংলগ্ন পারলাস্থ তুলার গোডাউন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত বছরসহ আরও তিনবার একই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এলাকাবাসী শাহিন এন্টারপ্রাইজের তুলার গোডাউন থেকে ধোঁয়া ওপরে উঠতে দেখে চিৎকার করলে সবাই এগিয়ে আসে। এ সময় স্থানীয়রা নেত্রকোনা মডেল থানায় খবর দিলে পুলিশ নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়।

স্থানীয়রা জানায়, এই গোডাউনে আরও তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবারের অগ্নিকাণ্ড ভয়াবহ আকার ধারণ করেছে। তবে এতে কেউ হতাহত হননি।

গোডাউন মালিক শাহিনুল ইসলাম স্বপন জাগো নিউজকে জানান, মেশিন চালানো অবস্থায় অগ্নিকাণ্ড ঘটে। আগে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কথা স্বীকার করে তিনি বলেন, এবার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নেত্রকোনা মডেল থানা পুলিশের এসআই মহসিন মোস্তফা জাগো নিউজকে বলেন, খবর পেয়েই ফায়ার সার্ভিসের টিম নিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে আনুমানিক প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কামাল হোসাইন/এএম/আরআইপি