হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি, যুবলীগ নেতার জামিন
দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরে হাজার কোটি টাকার ফসলহানির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন পেয়েছেন যুবলীগ নেতা খায়রুল হুদা চপল। তিনি সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতির পদে রয়েছেন।
বুধবার সুনামগঞ্জের জেলা ও দায়রাজজ মো. শহীদুল ইসলাম ঝিনুক ওই যুবলীগ নেতার জামিন মঞ্জুর করেন। আদালতের সরকারি কৌঁসুলি খায়রুল কবির রুমেল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। খায়রুল হুদা চপলকে গত ১৫ আগস্ট রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, সুনামগঞ্জের হাওরে ব্যাপক ফসলহানির পর গত ২ জুলাই সুনামগঞ্জ সদর মডেল থানায় হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে একটি মামলা হয়।
মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ। এ মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৫ কর্মকর্তা ও বাঁধের কাজের ৪৬ জন ঠিকাদারকে আসামি করা হয়।
দুদক মামলা দায়েরের পর সুনামগঞ্জ পাউবোর বরখাস্ত হওয়া নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দিন ও ঠিকাদার মো. বাচ্চু মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মো. আফছার উদ্দিন গত ২৩ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পান।
সুনামগঞ্জে ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। তার মধ্যে গত এপ্রিল মাসে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে ৯০ ভাগ ফসল তলিয়ে যায়।
এতে ক্ষতিগ্রস্ত হয় জেলার ৩ লাখ ২৫ হাজার ৯৯০টি কৃষক পরিবার। ফসলহানির পর বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে বাঁধ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
রাজু আহমেদ রমজান/এএম/আরআইপি