ভোলা পৌরসভার উন্নয়নে ২৫ কোটি টাকার চুক্তি
ভোলা শহরের কাঁচাবাজারের দীর্ঘ দিনের সমস্যা সমাধানে আলোচিত কিচেন মার্কেট নির্মাণসহ পৌরসভার উন্নয়নে মঙ্গলবার দুপুরে ৩টি প্রকল্পের ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ মিউনিসিপল ডেভলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)। এ ২৫ কোটি টাকার তহবিলের চুক্তিতে স্বাক্ষর করেন বিএমডিএফ’র পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সাবেক সচিব কেএম নুরুল হুদা ও ভোলা পৌরসভার পক্ষে মেয়র আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু। এ টাকার মধ্যে ১১ কোটি টাকা ব্যয়ে কিচেন মার্কেট ছাড়াও রয়েছে সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে রাস্তা-ড্রেন নির্মাণ ও সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে আধুনিক পৌরভবনের বর্ধিতাংশ নির্মাণ করা হবে। ২০০৫ সালে প্রথম বিএমডিএফ থেকে ৪ কোটি ও ২০১১ সালে সাড়ে ১৩ কোটি টাকা দেয়ার পর এবারই সর্বাধিক ২৫ কোটি টাকার চুক্তি সম্পাদিত হয়।
মেয়র মনিরুজ্জামান জানান, টাকার জন্য এতোদিন কাঁচা বাজারের সমস্যা সমাধানে নান্দনিক ৬ তলা বিশিষ্ট কিচেন মার্কেট নির্মাণ কাজ শুরু করা যায়নি। এবার আর কাজ শুরুতে বাঁধা নেই। এ মার্কেট নির্মাণ হলে মাংস বিক্রি, মুরগি-হাঁস বাজার, তরকারি বাজার, মুদি, মসল্লা বাজারসহ প্রয়োজনীয় সব বাজার ও দোকান একই মার্কেটে থাকবে। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আধুনিক সকল ব্যবস্থা থাকবে ওই কিচেন মার্কেটে।
এদিকে বিএসডিএফ বরাদ্দ প্রাপ্তির ক্ষেত্রে ৯০ ভাগ টাকা ওই ফান্ড থেকে আর ১০ ভাগ টাকা পৌরসভার নিজস্ব আয় থেকে ব্যয় করা হবে। চুক্তিতে এ শর্ত দেয়া হয়েছে।
অমিতাভ অপু/এমজেড/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম