ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাঁজাসহ ইউপি চেয়ারম্যান আটক

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৪:১০ এএম, ১৪ নভেম্বর ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের ও এক গ্রাম পুলিশকে গাঁজাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে অভিযান চালিয়ে তার টেবিলের ড্রয়ারে রাখা ৪৩০ গ্রাম গাঁজাসহ আবুল খায়ের ও গ্রাম পুলিশ হাবিবুর রহমানকে আটক করে ডিবি পুলিশ। গাঁজাগুলো সেখানে কেন রাখা হয়েছিল সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম