ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় ১টি বিদেশি পিস্তল উদ্ধার

প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০২ জুলাই ২০১৫

মাগুরা সদর উপজেলার নড়িহাটি গ্রামে বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ২টি ছুরি উদ্ধার করেছে পুলিশ। নড়িহাটি গ্রামের মৃত বজলু মোল্ল্যার ছেলে সন্ত্রাসী গোলাম মোল্ল্যার (৪২) বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

মাগুরা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ওই এলাকার মাদক ব্যবসায়ী নামে পরিচিত গোলাম মোল্ল্যার বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ২টি ধারালো ছুরি উদ্ধার করেছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গোলাম মোল্ল্যার নামে মাগুরা সদর থানাসহ আশপাশের থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

মো. আরাফাত হোসেন/এমজেড/পিআর