ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ১০:৫২ এএম, ২৪ নভেম্বর ২০১৭

দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে এক শিশু নিহত হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ শহরে এ ঘটনাটি ঘটেছে।

শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে ২য় তলায় দাদির কোলে ছিল শিশু ইয়াদ। ২য় তলায় বারান্দার গ্রিলে ছোট একটি দরজা আছে। কিন্তু দরজাটি লাগানো ছিল না। দাদি খেয়াল না করে ওই দরজায় হেলান দিলে নাতিসহ তিনি নিচে পড়ে যান।

এসময় দু’জনেই গুরুত্বর আহত হয়। এসময় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে যশোর কুইন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়াদকে মৃত ঘোষণা করেন। শিশুটির দাদি মনোয়ারা বেগম বর্তমানে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি রয়েছেন।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শুক্রবার সকালে আমার মা ও ভাতিজা অসাবধানতা বশত ২য় তলার ছাদ থেকে নিচে পড়ে আহত হয়। পরে যশোর কুইন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভাতিজা ইয়াদকে মৃত ঘোষণা করেন।

আহমেদ নাসিম আনসারী/এমএএস/এমএস