ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহত

প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৪ জুলাই ২০১৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে সরাইল উপজেলা সদর ইউনিয়নের মুগলটুলী ও হালুয়াপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ছয়জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, শাহ আলম (৩৫), হাফিজুল (২৭), খুরশেদ আলম (২৮), লাভলী বেগম (২৫), রাহিম (২২), রাকিব (১৮)। আহত বাকিদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সরাইল সদর ইউনিয়ন পরিষদের নারী সদস্য ও হালুয়াপাড়া গ্রামের বাসিন্দা আমোদা বেগম ইউনিয়ন পরিষদের টাকায় একটি পুকুরের রিটার্নিং দেয়ালের সংস্কার কাজ পান। এ কাজ নিয়ে শুক্রবার সকালে একই ইউনিয়নের মুগলটুলী গ্রামের শহীদ মিয়া ও মাখন মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয় শালিসকারকরা রাতে বৈঠকে বসে সমাধান করে দেন। কিন্তু মুগলটুলী গ্রামের শহীদ মিয়া ও মাখন মিয়ার সমর্থকরা শনিবার দুপুরে হালুয়াপাড়া গ্রামের লোকজনদের উপর অতর্কিতভাবে হামলা চালান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ১৯ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জাগো নিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি