জামালপুরের ঈদ বাজার দখল করেছে কিরণমালা
জামালপুরের ঈদ বাজার জুড়ে এখন ভারতীয় টিভি সিরিয়াল কিরণমালার জয়জয়কার। গেল বছর নারীদের পছন্দের তালিকায় পাখি জামা শীর্ষে থাকলেও এবছর পছন্দের শীর্ষে রয়েছে কিরণমালা জামা। রমজানের শুরুর দিকে বৃষ্টির কারণে বিক্রি কিছুটা বিঘ্নিত হলেও জামালপুরের ঈদ বাজার এখন পুরোপুরি জমে উঠেছে। শহরের বিপনী বিতানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা।
কিরণমালা, প্রজাপতি, পাখি, কটকটি, ফ্লোরটার্চ, লং ড্রেস, কটিসহ ভিন্ন ভিন্ন নাম আর নতুন নতুন ডিজাইনের জামা-কাপড়ের পসরা সাজিয়ে বসেছে জামালপুর শহরের বিপণি-বিতানগুলো। গেলো বছর ঈদ বাজারে ভারতীয় টিভি সিরিয়ালের আলোচিত পাখি জামা নারীদের চাহিদার শীর্ষে থাকলেও এ বছর নতুন নাম আর ডিজাইনকে ছাপিয়ে কিরণমালা জামা চাহিদার শীর্ষস্থান দখল করে রেখেছে।
তবে কিরণমালা ছাড়াও প্রজাপতি, পাখি, কটকটি, ফ্লোরটার্চের বেচা-বিক্রিও বেশ ভালো বলে জানিয়েছেন বিক্রেতারা। প্রতিটি কিরণমলা জামা ৩ হাজার টাকা থেকে শুরু করে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও প্রজাপতি জামা ২ হাজার থেকে ৪ হাজার টাকা, পাখি জামা ২ হাজার থেকে ৫ হাজার টাকা, কটকটি জামা ২৫০০ থেকে ৫ হাজার টাকা, ফ্লোরটার্চ, লং ড্রেস, কটি ১৫০০ থেকে সর্বোচ্চ ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর ছেলেদের পছন্দের তালিকায় জিন্স প্যান্ট, চায়না গ্যাবাডিন, ফরমাল প্যান্ট, টি-শার্ট, ফরমাল শার্ট, শেরোয়ানী, পাঞ্জাবি ছাড়াও জামালপুরের ঐত্যিবাহী হস্তশিল্পের সুতি, খদ্দের এবং সিল্কের পাঞ্জাবি রয়েছে।
অপরদিকে কাপড়ের দোকান ছাড়াও শহরের বিভিন্ন জুতা, জুয়েলারি এবং কসমেটিক্সের শো-রুমগুলোতেও ভিড় করছে ক্রেতারা। জামা-কাপড়ের সঙ্গে ম্যাচিং করে জুতা, জুয়েলারি এবং কসমেটিক্স কিনতেই এই ভিড়। রমজানের শুরুর দিকে টানা বৃষ্টিপাত থাকায় বেচা-বিক্রি জমে না উঠলেও ১০ রমজানের পর থেকে পুরোপুরি জমে উঠেছে জামালপুরের ঈদ বাজার।
ঈদে পছন্দের জামা-কাপড় কিনতে ইতিমধ্যেই বিপণি-বিতানগুলোতে ভিড় করতে শুরু করেছে ক্রেতারা, আর সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাবিক্রি। অন্য বছরের চাইতে এবার ঈদে জামা-কাপড়ের কালেকশন অনেক বেশি এবং দামও হাতের নাগলে থাকায় ক্রেতারাও ঈদের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বোধ করছে।
জামালপুর শহরের কথাকলি মার্কেটের শহিদ স্টোরের মালিক চঞ্চল হাসান জাগো নিউজকে জানান, টানা বৃষ্টি আর চাকরিজীবীদের বেতন না হওয়ায় প্রথম দিকে বিক্রি তেমন একটা হয়নি, তবে এখন বিক্রি বেশ ভালো। প্রতিদিন এক থেকে দেড় লক্ষ টাকা বিক্রি হচ্ছে। এবারের ঈদে কিরণমালা জামার চাহিদাই সবচেয়ে বেশি বিক্রিও ভালো।
শহরের স্টার প্লাজার টপসি ফ্যাশনের কর্ণধার সজল হায়দার জাগো নিউজকে বলেন, এবারের ঈদে ছেলেরা জিন্স এবং পাঞ্জাবি বেশি কিনছেন। তবে টি-শার্ট, চায়না গ্যাবাডিনের বিক্রিও ভালো। রোজা অর্ধেকের বেশি চলে যাওয়ায় দু`একদিনের মধ্যে বেচা-বিক্রি আরো কয়েগুণ বেড়ে যাবে বলে আশা করছেন তিনি।
শুভ্র মেহেদী/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসভবনে বিস্ফোরণের অভিযোগ
- ২ প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাটের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার
- ৩ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌসের অকাল মৃত্যু, প্রশাসনে শোকের ছায়া
- ৪ পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ১৭৯ জনের নামে মামলা
- ৫ রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৫