ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অশ্লীল ছবি প্রদর্শন, আনন্দ সিনেমা হল সিলগালা

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০২:০৪ পিএম, ৩০ নভেম্বর ২০১৭

অশ্লীল চলচ্চিত্র প্রদর্শনীর অভিযোগে কিশোরগঞ্জের কুলিয়ার চর উপজেলার কুলিয়ার চর বাজারের আনন্দ সিনেমা হল সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় হল মালিককে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে হল মালিক সাহীন আলমকে ২০ হাজার টাকা জরিমানা করে ওই হলে সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুলিয়ার চর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট উর্মি বিনতে ছালাম। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করে ভৈরব র্যাব সদস্যরা ও কুলিয়ার চর থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. উর্মি বিনতে ছালাম বলেন, অভিযোগ ছিল আনন্দ সিনেমা হলে দীর্ঘদিন ধরে অশ্লীল ভিডিও প্রদর্শন করে যুবসমাজকে নষ্ট করছে। আজ ঘটনার প্রমাণ পেয়ে জরিমানা করার পর হলটি সিলগালা করে দেয়া হয়।

আসাদুজ্জামান ফারুক/এএম/জেআইএম

আরও পড়ুন