দিনাজপুরে নদী থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর নদী থেকে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার পাথরঘাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত প্রদীপ শর্মা (১৮) বীরগঞ্জের ১০নং মহনপুর ইউনিয়নের বড়হাট গ্রামের বালানু শর্মার ছেলে। সে গোপালগঞ্জ কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
নিহত প্রদীপ শর্মার বাবা বালানু শর্মা জানান, শনিবার দুপুরে খাওয়া শেষে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। রোববার সকালে মানুষ এসে খবর দেয় প্রদীপ শর্মার মরদেহ বার্নি এলাকায় পাথরঘাটা নদীতে ভাসছে। খবর পেয়ে সেখানে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। তারা ফিরে আসার পর বিস্তারিত বলা যাবে।
এমদাদুল হক মিলন/এফএ/এমএস