ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে কিশোর নিহত

প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৬ জুলাই ২০১৫

চাঁদপুরে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে টিটু (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন। সোমবার রাত ৯টার দিকে চাঁদপুর-কুমিল­া মহাসড়কের দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে চাঁদপুর থেকে সিএনজিযোগে টিটু তার বাবা-মার সঙ্গে হাজীগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে চাঁদপুর-কুমিল­া সড়কের দেবপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই টিটু মারা যায়। গুরুতর আহত আরো তিনজন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইকরাম চৌধুরী/এআরএ/আরআই