উত্তপ্ত রাঙ্গামাটি, বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল-অবরোধ
হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙ্গামাটি। আওয়ামী লীগ নেতা হত্যা ও শারীরিক নির্যাতন এবং সাবেক ইউপি সদস্যকে হত্যার ঘটনায় জেলাজুড়ে ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদে অস্থির হয়ে উঠেছে সার্বিক পরিস্থিতি। অশান্ত হয়ে উঠেছে পাহাড়ি এ জনপদ। জনমনে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।
এসব ঘটনার প্রতিবাদে পৃথক কর্মসূচিতে আগামীকাল বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল এবং রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক ও নৌপথে আধা বেলা অবরোধ কর্মসূচির ডাক দেয়া হয়েছে।
জানা যায়, মঙ্গলবার একই দিন পৃথক ঘটনায় রাতে জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সহ-সভাপতি অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যা করে সশস্ত্র দুর্বৃত্তরা। একই দিন বিকেলে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমাকে শারীরিক নির্যাতন করে সন্ত্রাসীরা।
পৃথক এ দুটি ঘটনার জন্য জেএসএসকে দায়ী করেছে আওয়ামী লীগ। এ দুটি ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন জেলার আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বুধবার বিকালে রাঙ্গামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ। রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া বলেন, শহরসহ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্পর্শকাতর স্থানগুলোতে পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।
সুশীল প্রসাদ চাকমা/এমএএস/এমএস