সুস্থ হয়ে উঠছেন মহিউদ্দিন চৌধুরী
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান এই নেতার নতুন কোনো শারীরিক সমস্যা দেখা না দিলে শনি কিংবা রোববার চট্টগ্রামের বাসভবনে নিয়ে যাওয়া হবে।
বুধবার সন্ধ্যায় মহিউদ্দিন চৌধুরীর ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘বাবা এখন অনেকটাই সুস্থ। তাই বাসায় নিয়ে যেতে সমস্যা নেই। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তাকে চট্টগ্রামের বাসায় নিয়ে যাওয়া হবে।’
এরআগে ১১ নভেম্বর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মহিউদ্দিন চৌধুরী। ১৬ নভেম্বর তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। ২৬ নভেম্বর সেখান থেকে ঢাকায় ফেরেন তিনি।
এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ২ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু
- ৩ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ৪ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৫ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক